News71.com
 Sports
 25 May 16, 01:28 PM
 904           
 0
 25 May 16, 01:28 PM

আজ আইপিএলে সাকিব-মুস্তাফিজদের টিকে থাকার লড়াই ।।

আজ আইপিএলে সাকিব-মুস্তাফিজদের টিকে থাকার লড়াই ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আজ সাকিব মুস্তাফিজের টিকে থাকার লড়াই। সাকিব না মুস্তাফিজ কে টিকে থাকবে সেটা এখন দেখার বিষয়। ৬ বলে ৪ রান। গত ম্যাচে মুস্তাফিজুর রহমানের সামনে এমন অবস্থায় ছিলো ব্যাটসম্যান সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২টি ‘বাংলাদেশ ডার্বি’তে ২জনের মুখোমুখি হওয়াও এই একবারই ।

আজ আবারো আইপিএলে ‘বাংলাদেশ ডার্বি’ দেখার সুযোগ হচ্ছে দর্শকদের। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল থেকে আজ বিদায় নিতে হবে সাকিব অথবা মুস্তাফিজদের যেকোনো একজনকে। ২৯ মে'র ফাইনাল জিতে ফেরার ইচ্ছেটাও থেমে যাবে আজ সাকিব কিংবা মুস্তাফিজের। এ ম্যাচে বাংলাদেশের দর্শক-সমর্থকেরা কাকে সমর্থন দেবেন, সেটি একটি মজার বিষয়। ২০০৯ সালের পর এবারই আইপিএলে প্রথম একসঙ্গে ২জন বাংলাদেশি ক্রিকেটার খেলছেন।প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজের ৬ বলে ৪ রান নিয়েছিলেন সাকিব।গত ২ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সাকিব খুব একটা ভালো করেননি। ২ ম্যাচে ব্যাটিং করেছেন একবার, মাত্র ৭ রান তাতে। বোলিংয়েও ৭ ওভার বল করে ৪৭ রান দিয়ে মাত্র ১ উইকেট ।

অবশ্য এবারের আইপিএলে সাকিবের পারফরম্যান্সও গড়পড়তা। ১০ ম্যাচ খেলে এক ফিফটিতে ১১৪ রান, উইকেটও মাত্র ৫টি। সে তুলনায় প্রথমবার খেলতে এসেই অনেক উজ্জ্বল মুস্তাফিজ। ১৪ ম্যাচে ১৬ উইকেট পেয়ে উইকেটশিকারিদের মধ্যে আছেন চতুর্থ স্থানে।কিন্তু এসবই এখন পুরোনো। আজ সবার চোখ আরেকটি ‘বাংলাদেশ ডার্বি’র দিকে। শেষ হাসি কে হাসবেন সাকিব না মুস্তাফিজ, সেটা এখন দেখার বিষয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন