News71.com
 Sports
 25 May 16, 09:17 PM
 906           
 0
 25 May 16, 09:17 PM

আইপিএলে'র আজকের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে রাসেল-সাকিব বিহীন কেকেআর।।

আইপিএলে'র আজকের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে রাসেল-সাকিব বিহীন কেকেআর।।

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের একমাত্র ইলিমিনেটরে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে । এদিকে, আজকের ম্যাচেও খেলছেন না কেকেআরের আন্দ্রে রাসেল। তার জায়গায় আছেন পেসার মরনি মরকেল। নেই সাকিব আল হাসানও। এছাড়া একাদশে আছেন সতীশ যিনি আনকিত রাজপুতের জায়গায় স্থান পেয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন