T-20 বিশ্বকাপ ট্রফি ঢাকায়
নিউজ ডেস্ক : T-20 বিশ্বকাপ ট্রফি আজও জন সাধারনদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বসুন্ধরা সিটিতে।ভারতে আগামী ৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এ ম্যাচ । চলবে ৩ এপ্রিল পর্যন্ত । এটি টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। টুর্নামেন্ট শুরুর আগেই ট্রফি ঘুরে আসছে অংশগ্রহণকারী দেশগুলোতে। তারই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছে মর্যাদাপূর্ণ টি২০ বিশ্বকাপ ট্রফি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারা বিমানবন্দরে ট্রফিটি গ্রহণ করেন। তারপর থেকেই বসুন্ধরা সিটি শপিং মলে দুদিন ট্রফিটি প্রদর্শনের জন্য রাখা হয়েছে। যে কেউ ট্রফির সঙ্গে ছবি ও সেলফি তুলতে পারবেন। বাংলাদেশে প্রদর্শনী শেষে শ্রীলঙ্কাতে ১৭ ও ১৮ জানুয়ারি থাকবে টি২০ বিশ্বকাপ ট্রফি। অংশগ্রহণকারী ১২টি দেশ ঘুরে ভারতের নয়াদিল্লিতে ট্রফিটি ফিরবে ১ ফেব্রুয়ারি। গত ১৩ ডিসেম্বর মুম্বাই থেকে বিশ্বকাপ ট্রফির বিশ্ব সফর শুরু হয়েছে।