News71.com
 Sports
 27 May 16, 12:36 AM
 947           
 0
 27 May 16, 12:36 AM

বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন হিথ স্ট্রিক।।

বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন হিথ স্ট্রিক।।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন হিথ স্ট্রিক। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন, এতদিন ভেতরের খবর জানতাম না। সে পদত্যাগপত্র জমা দিয়েছে। এখন আর কিছু করার নেই। আমরা নতুন কোচ খোঁজা শুরু করবো। ২০১৪ সালে স্ট্রিকের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।তার চুক্তিটি ছিল দৈনিক ভিত্তিতে।


কিছুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে যে , ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে বোলিং কোচের জন্য আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক। তাতে নাকি ইতিবাচক সাড়াও দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। বাংলাদেশের পাশাপাশি আইপিএলের দল গুজরাট লায়ন্সের বোলিং কোচও ছিলেন হিথ স্ট্রিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন