স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেডের নব নির্বাচিত কোচ হোসে মরিনহো। এটা প্রায় নিশ্চিতই হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি। তবে সংবাদ মাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করে জানায়, গত বৃহস্পতিবার (২৬ মে) স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে ইউনাইটেডের কোচ হিসেবে চুক্তিতে সাক্ষর করেছেন পর্তুগালের এই অভিজ্ঞ কোচ মরিনহো।
ম্যানচেস্টারর ইউনাইটেডের প্রধান নির্বাহী এড উডওয়ার্ডসের সাথে সাক্ষাৎ শেষে হাতে কাগজপত্র নিয়ে বাসায় ফিরেছেন ৫৩ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদের এই কোচ।
উল্লেখ্য, গত ডিসেম্বরে ক্লাবের বাজে পারফরম্যান্সের কারণে চেলসি থেকে বরখাস্ত হন মরিনহো। এরপর থেকেই ডালপালা মেলতে শুরু করে গুঞ্জন। ইউনাইটেডে নতুন করে ঠিকানা গড়ছেন ‘স্পেশাল ওয়ান’।