স্পোর্টস ডেস্কঃ ইনজুরির কারণে ব্যাটসম্যান মোহাম্মাদ হাফিজকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ড পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোড। প্রধান নির্বাচক ইনজামাম উল হক ও টেস্ট অধিনায়ক মিসবাহ উল হকের পরামর্শে তাকে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে।
পিসিবি’র একটি সূত্র জানিয়েছেন, প্রধান নির্বাচক ও টেস্ট অধিনায়ক ২জনই হাফিজের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন। তারা বোর্ডকে পরামর্শ দিয়েছেন হাফিজকে বাইরের কোনো দেশে চিকিৎসা করানোর। ৩৫ বছর বয়সী হাফিজ মাংসপেশীর চোটে ভুগছেন। এর সবচেয়ে ভালো চিকিৎসা হয় ইংল্যান্ডে।
আসন্ন ইংল্যান্ড সফরের আগে হাফিজের হাঁটুর চোট ভাবিয়ে তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। হাফিজ চোট নিয়ে এশিয়া কাপের পর টি-২০ বিশ্বকাপেও খেলেছিলেন। সেখানে শেষের ২টি ম্যাচ খেলতে পারেননি।
ইংল্যান্ড সফরকে সামনে রেখে লাহোরে এখন চলছে পাকিস্তান দলের প্রশিক্ষণ ক্যাম্প। ক্যাম্পে আছেন ৪৭ টেস্ট, ১৭৭টি ওয়ানডে এবং ৭৭টি টি-২০ ম্যাচ খেলা হাফিজও। তবে প্রধান নির্বাচক ইনজামাম জানিয়েছেন, ফিটনেস দেখেই হাফিজকে চূড়ন্তভাবে নির্বাচন করা হবে।