স্পোর্টস ডেস্কঃ সরাসরি কখনও না বললেও আকারে-ইঙ্গিতে তিনি বহুবার বুঝিয়ে দিয়েছেন, লিওনেল মেসি কিংবা তার দল বার্সেলোনাকে তিনি কখনোই সমর্থন করেন না। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার কারণেই শুধু নয়, মেসির সঙ্গে তার প্রবল প্রতিদ্বন্দ্বিতাও এর একটা অন্যতম কারণ।
এবার রোনালদো এক সাক্ষাৎকারে বললেন, তার ছেলেও কখনও বার্সেলোনার সমর্থন করবে না। আমার জীবনটা অনেকভাবেই বদলে দিয়েছে আমার ছেলে। এটা অসম্ভব যে, সে কখনও বার্সেলোনার সাপোর্ট করবে। কারণ তার ভেতরে আমার রক্তই বইছে। কিন্তু সে যদি কখনও এ ব্যাপারে দ্বিমত করে তাহলে আমি তা গ্রহণ করে নেব। সাক্ষাৎকারটিতে রোনালদো তার পারিবারিক জীবন নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমার পরিবারে আমার মা হচ্ছেন পিলার। তিনিই আমাকে বিভিন্নভাবে সাহায্য করেন। আপনারা জানেন, আমার ছেলের মা নেই। তার কাছে আমিই মা আমিই পিতা।