News71.com
 Sports
 27 May 16, 11:30 PM
 1139           
 0
 27 May 16, 11:30 PM

ব্রাজিলের জাতীয় দলে ফিরছেন কাকা...

ব্রাজিলের জাতীয় দলে ফিরছেন কাকা...

স্পোর্টস ডেস্কঃ আগে থেকেই ছিলেন না নেইমার, মার্সেলো, সিলভা, ডেভিড লুইসদের মতো অভিজ্ঞরা। উরুর চোটের কারণে এবার ছিটকে পড়লেন ডগলাস কস্তাও। ফর্মের তুঙ্গে থাকা এই বায়ার্ন মিডফিল্ডারের না থাকাটা দু:সংবাদই বয়ে এনেছে ব্রাজিলের জন্য। তবে কস্তার এই চোট কাকাভক্তদের জন্য অবশ্য সুসংবাদ বয়ে এনেছে।

কারণ কোপা কাপের প্রাথমিক দলে কস্তার বদলী খেলেয়াড় হিসেবে ডাক পেয়েছেন কাকা। যার অর্থ হচ্ছে আবারো হলুদ জার্সি ফিরে পাচ্ছেন সাবেক এসি মিলান এবং রিয়াল মাদ্রিদ তারকা। অবশ্য এই মৌসুমে আমেরিকার অরল্যান্ডো সিটির হয়ে দুর্দান্ত মৌসুম পার করেছেন কাকা।

৩রা জুন থেকে শুরু হওয়া কোপা আমেরিকায় কাকার থাকাটাকে বেশ ভালো চোখেই দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা। প্রতিযোগিতার গ্রুপ পর্বে হাইতি, ইকুয়েডর এবং পেরুর বিপক্ষে লড়বে ব্রাজিল। তাছাড়া আগামি রোববার পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন