স্পোর্টস ডেস্ক: এএফসি এশিয়ান কাপ ২০১৯ এর কোয়ালিফায়ারের প্লে অফে তাজিকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে। দলে একমাত্র নতুন মুখ রহমতগঞ্জের সৈয়দ রাশেদ তুর্য। আর দলে বাদ পরেছেন ফরোয়ার্ড সজীব, ও ডিফেন্ডার ইয়ামিন মুন্না, মিডফিল্ডার শাকিল। আজ রোববার সকাল সাড়ে ১১ টায় তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল টিম। এ দিন অধিনায়কের হাতে ম্যাচের জার্সিও তুলে দেওয়া হয় বাফুফের তরফ থেকে।
সাম্প্রতিক সময়ে ফুটবলে বাংলাদেশের কাছে বেশ পরিচিত প্রতিপক্ষ হয়ে উঠেছে তাজিকিস্তান। কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দেশের মাটিতে এই তাজিকদের বিপক্ষে ১-১ গোলে সমতা করেছিলো বাংলাদেশ। অবশ্য অ্যাওয়ে ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে ৫ গোল হজম করতে হয় বাংলাদেশ ফুটবল টিমকে।
আগামী ২ জুন তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে স্থানীয় সময় রাত ৮ টায় এশিয়ান কাপের কোয়ালিফায়ারের প্লে অফে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে সাইফুল বারী টিটুর অধিনে ১১ মে থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ। গত ১৮ মে প্রধান কোচ ডি ক্রুইফ দলের সাথে যোগ দেন। ২০ মে ঘোষণা করা ২৬ সদস্যে প্রাথমিক তালিকা।
তবে সেই ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হলেও নতুন মুখ রহমতগঞ্জের মিডফিল্ডার সৈয়দ রাশেদ তুর্য ছাড়া কার্যত নেই কোন বড় চমক। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আবার মামুনুল ইসলাম। ফিরেছেন সোহেল রানাও। একই সাথে পুরনো গুরু ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফের হাত ধরে তাজিকদের মাটিতে ভালো খেলতে চায় বাংলার ফুটবলাররা। দলের অন্যান্য সদস্যরা হলেন, রাসেল, জীবন, জামাল, তপু, শহীদুল, জনি, নাসিরুল, জুয়েল, রুবেল, ইমন, শাহেদ, রেজা, রাজু, আরিফ, ওয়ালি, রায়হান, নাসির, মামুন, ফয়সাল ও রানা।
ম্যাচে ভালো করার ব্যাপারে বেশ আশাবাদি কোচ লোডউইক ডি ক্রুইফ। তিনি বলেন, ‘ চূড়ান্ত টিমে যোগ্যদেরই স্থান দেয়া হয়েছে। ফিটনেসের দিক থেকে এরাই সবচেয়ে ভালো। সবাই সেরা একাদশে খেলার যোগ্যতা রাখে। হার-জিতের ব্যাপারে কিছু বলতে পারবো না। তবে, ভালো কিছু উপহার দিতে আমার প্রস্তুত’। আর নিজের ক্যারিয়ারের একটা কালো অধ্যায়কে পেছনে ফেলে আসা মামুনুল আবারো চান নিজের যোগ্যতার প্রমাণ দিতে। দু'দলের সামর্থ্যের দিক মাথায় রেখে তাজিকদের সাথে শক্তির পার্থক্যটা মাঠের লড়াইয়ে কমিয়ে আনবে বাংলাদেশ। নিজেদের সেরাটা খেলবে বলে জানিয়েছে, এএফসি এশিয়ান কাপ-২০১৯ টিমে এ স্থান পাওয়া বাংলাদেশি খেলোয়াররা।