News71.com
 Sports
 29 May 16, 05:01 PM
 919           
 0
 29 May 16, 05:01 PM

আমাকে সাত নম্বরে মাঠে নামাও : মঈন আলী

আমাকে সাত নম্বরে মাঠে নামাও : মঈন আলী

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড দলে এখনও খেলেন বোলিং অলরাউন্ডার হিসেবে। আট নম্বরের আগে ব্যাট করার সুযোগও খুব একটা পান না । বেন স্টোকসের চোটের জন্য সাতে উঠে এসেছিলেন কাল। শ্রীলঙ্কার বিপক্ষে চেস্টার লি স্ট্রিটের দ্বিতীয় দিনে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৫৫ রান করে।

এখন ব্যাটসম্যান পরিচয় একটু চাপা পড়ে গেলেও উস্টারশায়ারের হয়ে কাউন্টিতে খেলেন মঈন আলী খেলেন টপ অর্ডারে। দ্বিতীয় টেস্টের আগে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকও স্বীকার করে বলেছিলেন, ‘আট নম্বরে একটু ‘আত্মপরিচয়–সংকটে’ই ভুগছেন মঈন। এখন সেটা ইংলিশ অলরাউন্ডারের অনেকটাই কমে আসার কথা। মঈনের কণ্ঠে সেই স্বস্তিই ধরা পড়ল, ‘এখন কিছু রান করতে হবে আমাকে। আমার মনে হয়েছে দলের কাছে আমার এই দেনাটা জমে আছে।’

মঈন আলী জানেন, আরও ওপরে ব্যাট করতে হলে এভাবেই রান করে যেতে হবে, ‘আমি ছয় নম্বরে ব্যাট করাটা উপভোগ করি। তবে ওপরে ব্যাট করতে হলে আমাকে আরও রান করতে হবে।’

কাল স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংই করেছেন, ১৫৫ রান করতে খেলেছেন ২০৭ বল । মঈন অবশ্য সামনেও এভাবে ব্যাট করে যেতে চান, ‘অফ সাইডে আমার খেলা একই সঙ্গে আমার শক্তি ও দুর্বলতা। তবে আমি এভাবেই খেলে যেতে চাই। কুক যখন আমাকে জানাল আমি সাত নম্বরে নামব, তখন সে আমাকে আমার মতো খেলতে বলেছিল। সেই স্বাধীনতা নিয়েই আমি খেলেছি।’

ইংল্যান্ডের পক্ষে সাতে নেমে ১৫০-এর ইনিংস ছিল হাতে গুনা মাত্র চারটি। কাল পঞ্চম ইনিংসটি খেলার পর মঈন তো বলতেই পারেন, ‘আমাকে সাতে নামাও।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন