স্পোর্টস ডেস্ক: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক সংক্রান্ত কোনও মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-কি নির্দেশ দিয়েছে পাক প্রশাসন ।
এ দিন পিসিবি-র চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘পাক সরকারের থেকে নির্দেশ না আসা পর্যন্ত ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা নিকট ভবিষ্যতে আর চালাবে না পিসিবি’।
তিনি বলেন, পাক প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারত-পাক ক্রিকেট নিয়ে যাতে পিসিবি কোনও রকম বক্তব্য পেশ না করি। তিনি জানিয়ে দেন, ঠিক একারণেই সাম্প্রতিক আইসিসি বৈঠকে এই বিষয়টি থেকে দূরে থেকেছে পিসিবি । তবে অনুরাগ ঠাকুরের ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়াটা ইতিবাচক দিক বলেই মনে করছেন শাহরিয়ার খান। তিনি বলেন, ঠাকুর একইসঙ্গে বিসিসিআই ও কেন্দ্রের প্রতিনিধি। ফলে, তাঁর সঙ্গে কথা হলে বাড়তি সুবিধে পাওয়া যাবে ।
শাহরিয়ারের দাবি, গত জানুয়ারি মাসে নিরপেক্ষ জায়গায় দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে ভারতের পিছিয়ে আসার ফলে পিসিবিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে একটিও পূর্ণ সিরিজ খেলেনি ভারত। তবে ২০১২-২০১৩ সালে শুভেচ্ছা সফরে ভারতে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল ।