News71.com
 Sports
 29 May 16, 09:09 PM
 952           
 0
 29 May 16, 09:09 PM

বর্তমানে ক্রিকেটে মুস্তাফিজুর রহমানই সেরা !

বর্তমানে ক্রিকেটে মুস্তাফিজুর রহমানই সেরা !

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সঙ্গে অভিষেক টি-টোয়েন্টির ২ উইকেট দিয়ে শুরু, এরপর ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট । টেস্ট অভিষেকেও ম্যাচ সেরা । ক্রিকেট বিশ্বকে মোটামুটি চমকে দিয়েই মুস্তাফিজুর রহমানের আবির্ভাব । এক বছর পরেও সে চমকের ঘোর থেকে বের হতে পারেনি ক্রিকেট প্রেমিরা । শুধুমাত্র ক্রিকেট অনুরাগীরাই নন, সাবেক ক্রিকেটাররা সুযোগ পেলেই মাতেন মুস্তাফিজ-বন্দনায়।

বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচেই ৯ উইকেট। ভারতের মাটিতে মুস্তাফিজ-রাজত্ব বিশ্বকাপ শেষে আইপিএলেও ছাপিয়েছে। ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে গ্রুপ পর্ব জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ‘কাটার মাস্টার’। এ মুহূর্তে তাই কান পাতলেই আসে পাশে শুধুই মুস্তাফিজ-স্তুতি । তাঁদের কথা, এই মুহূর্তে মুস্তাফিজই সেরা। এমনকি অনেকে তাঁকে শ্রীলঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গার থেকেও এগিয়ে রাখছেন ।

ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত আছেন তাঁদের দলে, ‘বর্তমানে তার চেয়ে ভালো খুব একটা নেই। তাকে সেরা বলতে হলে এই খেলার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তবে এখনকার বোলারদের মধ্যে অন্যদের চেয়ে সে এগিয়ে।’ আজ মুস্তাফিজের দল খেলবে আইপিএলের ফাইনালে। চোটের কারণে গত ম্যাচে খেলতে পারেন নি। তবে আজ খেলার সম্ভাবনা আছে। এমনিতেই এবারের আইপিএলে সেরা উদীয়মান খেলোয়ার মুস্তাফিজুর র‍হমান। তবে এরই মধ্যে ১৬ উইকেট নেওয়া মুস্তাফিজ ফাইনালে চমৎকার কিছু করে দলকে শিরোপা জেতাতে পারলে সেটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখবে তাঁকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন