News71.com
 Sports
 30 May 16, 12:23 PM
 953           
 0
 30 May 16, 12:23 PM

হকির উন্নয়নে বিসিবি সভাপতি নাজমুল হাসানের আশ্বাস

হকির উন্নয়নে বিসিবি সভাপতি নাজমুল হাসানের আশ্বাস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের হকিতে বেশ কিছুদিন ধরেই অচলাবস্থা বিরাজ করছিল। ক্লাব ও ফেডারেশনের দ্বন্দ্বে খেলাও মাঠে গড়াচ্ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের মধ্যস্থতায় শেষ পর্যন্ত হকির সে অচলাবস্থা সমাধান হয়েছে। বৃহস্পতিবার মাঠে গড়িয়েছে প্রিমিয়ার হকি লিগ।

দেশের হকির সবচেয়ে বড় আসরের উদ্বোধন করতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান, হকির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নাজমুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘হকির অচলাবস্থা দূর হয়ে মাঠে খেলা শুরু এটা অবশ্যই একটা ভালো দিক। একজন ক্রীড়া সংগঠক হিসেবে এ ক্ষেত্রে কিছুটা অবদান রাখতে পেরে আমার নিজের কাছেই ভালো লাগছে। আমি মূলত হকির সমস্যা সমাধানে মাধ্যম হিসেবে কাজ করেছি। আমার ওপর প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। তাঁর নির্দেশনাতেই সবার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পথ খুঁজেছি।’

হকির উন্নয়নে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি, ‘আমি মনে করি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে পারলে ক্রিকেটের মতো হকিতেও উন্নতি সাধন করা সম্ভব । অবশ্য হকি ফেডারেশন এ ব্যাপারে কাজ করছেন। তারা বিভিন্ন দেশের কোচদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। হকির কোচের ব্যাপারে আমরাও অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ রাখছি । শুধু বিদেশি কোচ নয়, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার বিষয়টাও দেখা উচিত। হকি ফেডারেশন চাইলে সে ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন