স্পোর্টস ডেস্ক: ৯০ মিনিটের ম্যাচ, এর পর যোগ করা সময়ের ৩০ মিনিট। অতঃপর টাইব্রেকারের উত্তেজনা। আর এর পর শিরোপা জেতার বাঁধভাঙা আনন্দে ভেসে যাওয়া তো আছেই। একই রাতে শারীরিক ও মানসিকভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর এর চেয়ে বেশি ধকল যেতে পারত না! অপরদিকে ১১ দিন পরেই আবার শুরু ইউরো। ইউরোর আগে একটু বিশ্রাম তো দরকার। রোনালদোকে তাই টানা এক সপ্তাহ ছুটি দিয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।
ইউরোর জন্য দলগুলোর অনুশীলন এর মধ্যেই শুরু হয়ে গেছে। প্রীতি ম্যাচও খেলছেন ইউরোপের সব দল। পর্তুগালও যেমন কাল প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে পরাজিত করলো নরওয়েকে। আর রোনালদো তখন ব্যস্ত চ্যাম্পিয়নস লিগ জয়ের পর মাদ্রিদের উৎসবে।
কিছুদিনের জন্য দলের সঙ্গে যোগ দিতে হচ্ছে না রোনালদোকে। পর্তুগাল ও রিয়াল সতীর্থ পেপেও পাচ্ছেন এক সপ্তাহের বিশ্রাম। তার মানে আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে দুজনের কেউই থাকছেন না।
ইউরোতে আইসল্যান্ড, হাঙ্গেরি ও অস্ট্রিয়ার সঙ্গে গ্রুপ এফ-এ খেলবেন পর্তুগাল । আগামী ১৪ জুন প্রথম ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ আইসল্যান্ড।