News71.com
 Sports
 02 Jun 16, 12:17 PM
 869           
 0
 02 Jun 16, 12:17 PM

টেনিস তারকা জকোভিচের নতুন রেকর্ড

টেনিস তারকা জকোভিচের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : টেনিস তারকা নোভাক জকোভিচের নয়া রেকর্ড সৃষ্টি করলেন। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার ফলে নতুন রেকর্ড গড়লেন সার্বিয়ান এই নক্ষত্র ৷ প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ১০ কোটি মার্কিন ডলার প্রাইজ মানি জেতার নজির গড়েছেন তিনি। স্পেনের রবার্তো বতিস্তাকে ৩-৬, ৬-৪, ৬-১, ৭-৫ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন জোকার ৷ শেষ আটের রাউন্ডে তাঁর সঙ্গে লড়বেন থমাস বার্ডিচ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন