স্পোর্টস ডেস্ক: টানা প্রায় তিন মাস আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ছিল টি-টোয়েন্টির রাজত্ব। এবার ওয়ানডের পালা। ক্যারিবিয়ানে শুক্রবার শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে গায়ানায়, দক্ষিণ আফ্রিকার মুকাবিলা করবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই আসরের অন্য দল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া গেল বছর পঞ্চমবারের মতো জিতেছে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। স্বাভাবিকভাবে তিন জাতির এই আসরে তারা ফেভারিট। দক্ষিণ আফ্রিকা গত বছরের বিশ্বকাপের পর বাংলাদেশের কাছে সিরিজ হেরেছিল। তারপর তারা ঘুরে দাঁড়িয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরুষ ও নারী বিভাগের চ্যাম্পিয়ন।
ট্রিপল রাউন্ড-রবিন লিগের আসর এটি। একে অন্যের সাথে তিনটি করে ম্যাচ খেলবে। এরপর ২৬ জুন ব্রিজ টাউনে একমাত্র ফাইনাল।
অল রাউন্ডার কাইরন পোলার্ড ২০১৪ সালের অক্টোবরের পর ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। অফ স্পিনার সুনীল নারিন গত নভেম্বরের পর আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। জ্যাসন হোল্ডারের নেতৃত্বের দলটিতে নেই বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি। আরো নেই ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেলদের মতো তারকারা।
দক্ষিণ আফ্রিকা ভারসাম্যপূর্ণ দল। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে খুব নির্ভরশীল। হাশিম আমলা প্রস্তুতি ম্যাচেও দারুণ করলেন। তাদের ব্যাটিং গভীরতার সাথে বোলিং শক্তির মিশেল ভালো। ডেল স্টেইনকে এই আসর থেকে বিশ্রামে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার তিন সংস্করণের ক্রিকেটেরই অধিনায়ক এখন স্টিভেন স্মিথ। তাদের দলে সব সময় প্রতিযোগিতা থাকে। ট্রাই নেশনে তারাই থাকছেন ফেভারিট।