স্পোর্টস ডেস্ক: লর্ডসের মাটিতে পা দিয়ে নস্টালজিক অনিল কুম্বলে। ভারতের সবচেয়ে সফল বোলার আইসিসি ক্রিকেট কমিটির মিটিংয়ের জন্য লর্ডসে এসেছিলেন কুম্বলে।
এখানে এসে তাঁর মনে ভিড় করে একরাশ স্মৃতি। স্মৃতিমেদুর এই সাবেক লেগ স্পিনার তাঁর প্রাক্তন সহখেলোয়াড়- সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্ণণের সঙ্গে এই মাঠে তোলা তাঁর একটি ছবিও শেয়ার করেছেন।
টুইটারে তিনি লিখেছেন, লর্ডসে এসে খুব নস্টালজিক হয়ে পড়েছিলাম। শেষবার আমরা এখানে একসঙ্গে খেলেছি।