News71.com
 Sports
 20 Nov 19, 08:09 PM
 652           
 0
 20 Nov 19, 08:09 PM

দিবারাত্র টেস্টে শিশির কোনো প্রভাব ফেলবে না ॥ ইডেনের পিচ কিউরেটর

দিবারাত্র টেস্টে শিশির কোনো প্রভাব ফেলবে না ॥ ইডেনের পিচ কিউরেটর

স্পোর্টস ডেস্কঃ কলকাতার ইডেন গার্ডেনস থেকে: ইন্দোর টেস্টে বড় ব্যবধানে হারের পর এবার বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনসের এই টেস্ট নিয়ে আগ্রহের কমতি নেই। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি জানালেন, উইকেট তৈরিতে গোলাপি বলের জন্য আলাদা কোনো কাজ করা হয়নি। সন্ধ্যার পর শিশিরের প্রভাব নিয়ে যে আলোচনা হচ্ছে সেই শঙ্কাও উড়িয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ নভেম্বর) সুজন মুখার্জি জানান, ‘গোলাপি বলের জন্য তো আলাদা প্রিপারেশন হয় না। একই রকম প্রিপারেশন নিতে হয়। যারা খেলেছে তাদের কাছ থেকে শুনেছি, একটু ঘাস বেশি রাখলে ভালো হয়। উইকেটটা শক্ত রাখলে আর আউট ফিল্ডে কম ঘাস রাখলে ভালো হয়। সেভাবেই তৈরি করেছি।’ ইডেনের এই কিউরেটর আরও জানালেন, ‘ইডেন গার্ডেনসের উইকেট শেষ তিন বছর ধরে তৈরি করছি। তোমাদের (বাংলাদেশি) ক্রিকেটাররাও খেলেছে। এই উইকেট শেষ তিন বছর ধরে সবার জন্যই সহায়তা করেছে বলে জানি। এই উইকেট ব্যাটসম্যানদের যেমন সহায়তা করেছে, পেসার-স্পিনারদেরও তেমনি সাহায্য করেছে। আমি চেষ্টা করেছি সেভাবে উইকেট বানাতে যাতে সবাই খেলতে পারে। খেলা দেখে যেন দর্শকরা আনন্দ পায়, উপভোগ করে।’

‘এখানে লোকাল ক্রিকেটে গোলাপি বল ব্যবহারের ছোট একটি অভিজ্ঞতা আছে। তবে সেটা ছিল কোকাবুরা বল, আর এবার খেলা হবে এসজি বলে। সুতরাং বলের পার্থক্য থাকবে। কোকাবুরা বলটা বেশি মুভমেন্ট করে, আর এসজি বলটার ব্যাপারে এখনও নিশ্চিত নই। তবে এটা জানি গোলাপি বলটা একটু বেশিই মুভমেন্ট করে থাকে।’ যোগ করেন ইডেনের কিউরেটর। দিনের শেষভাগে ফ্লাড লাইটের কৃত্রিম আলোয় গড়াবে ম্যাচ। স্বাভাবিকভাবেই থাকছে শিশিরের প্রভাব (ডিউ ফ্যাক্টর) নিয়ে আলোচনা। সুজন মুখার্জি জানালেন, ‘অামি দুদিন সন্ধ্যা সাতটা পর্যন্ত স্টেডিয়ামে ছিলাম। তখন পর্যন্ত যে শিশির পড়েছিল তাতে আমার মনে হয় শিশির কোনো প্রভাব ফেলবে না। দিবারাত্রির অনেক খেলা দেখেছি, সেখানে বল দিয়ে পানি পড়ে। এখানে গতকাল পর্যন্ত দেখেছি অতখানি শিশিরি নেই। আমরা অ্যান্টি ডিউ স্প্রে ব্যবহার করছি, যাতে শিশির তাড়াতাড়ি নেমে যায়। আবহাওয়া পরিবর্তন না হলে শিশির তেমন ফ্যাক্টর হবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন