News71.com
 Sports
 23 Nov 19, 11:40 AM
 611           
 0
 23 Nov 19, 11:40 AM

নেইমারের ফেরার ম্যাচে দুই আর্জেন্টাইনের সতীর্থের গোল॥

নেইমারের ফেরার ম্যাচে দুই আর্জেন্টাইনের সতীর্থের গোল॥

স্পোর্টস ডেস্কঃ হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় ছয় সপ্তাহ বাইরে থাকার পর মাঠে ফিরেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে, গোল করতে পারেননি। দুই আর্জেন্টাইন মাউরো ইকার্দি আর অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে লিলকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। ফরাসি লিগ ওয়ানে ঘরের মাঠে লিলকে আতিথ্য দেয় পিএসজি। মুখোমুখি আগের লড়াইয়ে লিলের মাঠে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল পিএসজি। নেইমারের সঙ্গে এই ম্যাচে ফিরেছিলেন চোট থেকে সেড়ে ওঠা আরেক তারকা কাইলিয়ান এমবাপে। ব্রাজিল তারকার বদলি হিসেবে নেমে গোল করতে পারেননি ফরাসি এই তারকা। ম্যাচের ১৭তম মিনিটে ইকার্দির গোলে লিড নেয় স্বাগতিক পিএসজি। আর ৩১ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া। বাকি সময়ে ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি। ১৪ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ কম খেলা মার্সেই। আর ১৪ ম্যাচে লিলের পয়েন্ট ১৯, অবস্থান সাত নম্বরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন