News71.com
 Sports
 24 Nov 19, 11:31 AM
 646           
 0
 24 Nov 19, 11:31 AM

চোট পেয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ॥

চোট পেয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ॥

স্পোর্টস ডেস্কঃ দলের বিপর্যয়ে মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়ে ব্যাট করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ১৯তম ওভারে হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। মুশফিকের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ৬৯ রান তোলেন তিনি। মাঠ ছাড়া পর্যন্ত ৪১ বলে ৭টি চারে ৩৯ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার পরিবর্তে মাঠে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। এই টেস্টে চোট বাংলাদেশকে যেন পেয়ে বসেছে। প্রথম ইনিংসে ইনজুরিতে তো ছিটকেই যান লিটন দাশ ও নাঈম হাসান। আইসিসির কনকাশন নিয়মে তাদের পরিবর্তে দলে সুযোগ পান মিরাজ ও তাইজুল ইসলাম। এবার সর্বশেষ সংযোজন মাহমুদউল্লাহ। পেসারদের স্বর্গভূমি পরিণত হওয়া ইডেন গার্ডেন্সে নিজেদের যেন বিলিয়ে দিলেন মোহাম্মদ মিঠুন ও ইমরুল কায়েস।

শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশের হয়ে তারা অসহায় আত্মসমর্পণ করলেন! তৃতীয় সেশনে ফিরেই দলীয় ষষ্ঠতম ওভারে উমেষ যাদবের বাউন্সি বল অযথা তুলে মারতে গিয়ে শর্টে দাঁড়ানো মোহাম্মদ শামিকে ক্যাচ দেন মোহাম্মদ মিঠুন (৬)। পরের ওভারেই ইশান্ত শর্মার বলে স্লিপে থাকা বিরাট কোহলির তালুবন্দী হন ইমরুল কায়েস (৫)। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট খোয়ায় বাংলাদেশ। দলীয় স্কোরে কোনো রান না তুলতেই ইশান্ত শর্মার বলে এলবি হয়ে ফেরেন শাদমান ইসলাম। এই ডানহাতি বোলার নিজের পরের ওভারেই মুমিনুল হককে বিদায় করেন শূন্য রানে। উইকেটরক্ষক ঋদ্ধিমান শাহাকে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই সেশনেই কোহলিসহ ৫ উইকেট তুলে নেয় টাইগাররা বোলাররা। তবে ভারত ৯ উইকেট হারিয়ে ৩৪৭ করার পর নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। যেখানে দলটির লিড ২৪১ রান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন