News71.com
 Sports
 26 Nov 19, 08:51 PM
 654           
 0
 26 Nov 19, 08:51 PM

বার্সার নারী ফুটবল দলের সঙ্গে এক ফ্রেমে লিওনেল মেসি॥

বার্সার নারী ফুটবল দলের সঙ্গে এক ফ্রেমে লিওনেল মেসি॥

স্পোর্টস ডেস্কঃ মাঠে হোক বা মাঠের বাইরে, স্বাভাবিকভাবে লিওনেল মেসির পাশে দেখা যায় তার সতীর্থদের। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার ছবি তুললেন কাতালানদের নারী ফুটবলারদের পাশে নিয়ে। কেবল মেসি নয়, বার্সার পুরুষ ও নারী ফুটবল দল সোমবার (২৫ নভেম্বর) ক্লাবের অফিসিয়াল গ্রুপ ছবি তুললেন একজন আরেকজনের পাশে বসে। বার্সেলোনার নারী ফুটবল দল প্রথমে ছবি তুলে এস্তাদি ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে। এরপর যু্গ্ম ছবি তুলতে যোগ দেয় মেসি-সুয়ারেজ-পিকেদের সঙ্গে। এরনেস্তো ভালভার্দের শিষ্যরা শুরুতে কোচ এবং ক্লাব প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে ছবি তুলে। এরপর ক্লাবের কোচিং কর্মকর্মসহ একসঙ্গে ফ্রেমবন্দী হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন