
স্পোর্টস ডেস্কঃ ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মৌসুম ভারতীয় ক্রিকেট দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনে এই টুর্নামেন্টটি সাহায্য করবে বলে মনে করেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। এছাড়া এই আইপিএলই মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দলের ভবিষ্যৎ ঠিক করবে বলে জানান তিনি। গত ওয়ানডে বিশ্বকাপের পরেই মূলত ধোনির জাতীয় দলের ভবিষ্যত নিয়ে ভাবা হচ্ছে। সেই আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার পর ধোনি ভারতের জার্সিতে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি। ধোনি প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘সবকিছু নির্ভর করছে যখন সে খেলা শুরু করবে ও আইপিএলে সে কেমন খেলে। উইকেটের পেছনে অন্যরা কেমন করে আর তার পারফরম্যান্স কেমন হয়। আইপিএল বিশাল এক টুর্নামেন্ট। আর এটাই সম্ভবত বিশ্বকাপের আগে শেষ টুর্নামেন্ট।’ এদিকে ভারতীয় দলে এখন ধোনি থেকে বেশি ঋষভ পন্থকে নিয়ে চিন্তা করা হচ্ছে। তাইতো বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে ছেড়ে দিয়ে সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল।