
স্পোর্টস ডেস্কঃ বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা না থাকলেও ভারত জিততে পারে। কিন্তু বাংলাদেশ অনেকটাই সাকিব-তামিম কিংবা মুশফিকের ওপর নির্ভরশীল। এ ধারা থেকে বেরিয়ে আসতে না পারলে টেস্ট ক্রিকেটে উন্নতি করা কঠিন। ভালো দল হয়ে উঠতে ক্রিকেটারদের দক্ষতার পাশাপাশি সাহসটাও খুব প্রয়োজন। সময় সংবাদে এমনটাই বলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। সেই সঙ্গে, ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেট তৈরির পরামর্শও দেন তিনি।বোলিং করছেন হরভজন সিং, ব্যাটিংয়ে ভিভিএস লক্ষণ। কলকাতা টেস্ট দুই দিন আগেই শেষ হয়ে যাওয়ায় অবসর সময়টা বেশ মজা করেই কাটান ধারাভাষ্যকাররা। ভারতের সাবেক দুই ক্রিকেটারের খেলার দর্শক গুটিকয়েক সম্প্রচার কর্মী। অথচ এ সময়টাতেই পূর্ণ থাকার কথা ছিলো ইডেন গার্ডেন্সের গ্যালারি। যদিও হতশ্রী পারফরম্যান্সে বাংলাদেশ ম্যাচ হেরেছে তৃতীয় দিনেই। ইন্দোরেও ফলাফল ছিলো একই। টেস্ট ক্রিকেটে কেনো এমন মলিন বাংলাদেশ? সময় সংবাদে নিজের মতামত জানিয়েছেন হরভজন সিং। ভারতের অফস্পিনার হরভজন সিং বলেন, টেস্ট ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে ওঠা ভারতের কাছ থেকে কি শিক্ষা নিতে পারে বাংলাদেশ? ঘরোয়া ক্রিকেটের উইকেট বদলে দলের চেহারাই বদলে ফেলেছে বিসিসিআই। ভারত সফরে টেস্ট সিরিজে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর, সবচেয়ে বেশি আলোচনায় ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের বাজে উইকেট। হরভজনের মুখেও একই কথা।