
স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের আগে দেশটির ফুটবল ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তেমনি একটি উদ্যোগ নিয়ে কাতার বিশ্বকাপের প্রচারণায় কাজ করছে গোল ক্লিক। এই প্রজেক্টে শুধু কাতারবাসী নয়, আছে অন্য দেশের নাগরিকও। ২০২২ বিশ্বকাপ সুন্দর ও সফলভাবে আয়োজন করবে কাতার এমনটাই প্রত্যাশা সবার। যত দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। কাতারে ২০২২ সালে বসবে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থের আসর। এর আগে মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ আয়োজনের রেকর্ড নেই। এবারই প্রথম বিশ্বকাপের মত এত বড় আয়োজন হতে যাচ্ছে দেশটিতে। তাই আয়োজনে নেই কোন কমতি। কাতার বিশ্বকাপের আগে দেশটির ঐতিহ্য, সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে ও কাতার ফুটবল সম্পর্কে বিশ্ববাসীকে জানান দিতে নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে কাতার। তেমনই একটি প্রজেক্টের নাম গোল ক্লিক। বিভিন্ন ধর্ম, জাতি, নির্বিশেষে কাতারে বসবাসকারী সর্বসাধারণের মনে কাতার বিশ্বকাপ নিয়ে কি প্রত্যাশা সেটাই তুলে ধরা হয়েছে এই গোল ক্লিক প্রজেক্টের মাধ্যমে। অংশগ্রহণকারী গোল ক্লিক গেরালদিন মেনেজেস বলেন, ‘আমি কাতারে থাকি। এটা আমার জন্য কতটুকু যে আনন্দের বলে বোঝাতে পারবোনা। কারণ ২০২২ সালে এখানে বিশ্বকাপ হবে। একজন ভারতীয়র জন্য কাতারে বসে বিশ্বকাপ খেলা উপভোগ করাটা সত্যিই অসাধারণ ব্যাপার। অপেক্ষায় আছি স্টেডিয়ামে বসে সামনাসামনি বিশ্বকাপ ম্যাচ দেখার জন্য।’