স্পোর্টস ডেস্কঃ জনপ্রিয় খেলয়ার রোনালদোর কারণে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঝুঁকিতে পর্তুগাল! বড় যে কোনো ক্রীড়া আসরকেই এখন সন্ত্রাসীরা হামলার শিকার বানানোর পরিকল্পনা করে । ৩বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের অন্যতম।
আগামি ১০ জুন থেকে ফ্রান্সে শুরু হচ্ছে ইউরোপের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। আর গত নভেম্বরে প্যারিসে এক সন্ত্রাসী হামলায় ১৩০ জনের মৃত্যু হয়েছিল। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস মনে করেন, এক রোনালদোর কারণেই টার্গেট হয়ে যেতে পারে পর্তুগাল। ফ্রান্সের নিরাপত্তা বিভাগকে যেন বিষয়টা মনে করিয়ে দিলেন তিনি। সান্তোসের ভাষায়, সবাই জানে ক্রিস্তিয়ানো রোনালদো আছে বলে পর্তুগালকে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দল বিবেচনা করা হচ্ছে ।বাস্তবতা হলো, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ফ্রান্সের ।
তিনি আরও বলেন, "আমাদের সমর্থকদের বুঝতে হবে কখনো কখনো চাইলেও আমাদের খেলোয়াড়কে তাদের জন্য ছাড়তে পারবো না।" উল্লেখ্য লন্ডনে ইংল্যান্ডের কাছে ইউরো ২০১৬ এর প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হেরেছে পর্তুগাল।যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে, ইউরো ২০১৬ সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হতে পারে। ফ্রান্সের স্বরাস্ট্র মন্ত্রীর ভাষ্যও একই রকম ।