News71.com
 Sports
 07 Dec 19, 07:20 PM
 609           
 0
 07 Dec 19, 07:20 PM

বিপিএলের টাইটেল স্পন্সর ‘আকাশ ডিটিএইচ’॥

বিপিএলের টাইটেল স্পন্সর ‘আকাশ ডিটিএইচ’॥

স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’। এবারের বিশেষ এই বিপিএলের টাইটেল স্পন্সর হয়েছে টেলিভিশনের ডিজিটাল নেটওয়ার্ক সিস্টেম আকাশ ডিটিএইচ। শনিবার (০৭ ডিসেম্বর) মিরপুরে আনুষ্ঠানিকভাবে বিপিএলের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এসময় উপস্থিত ছিলেন বেক্সিমকো কমিউনিকেশনের প্রধান নির্বাহী ফয়সাল হায়দার এবং রাইট হোল্ডার কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম। ফয়সাল হায়দার জানান, বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর হতে পেরে তারা বেশ আনন্দিত। এই বিপিএল থেকে টি-টোয়েন্টি দলে ভালো ক্রিকেটার উঠে আসবে বলেও তিনি আশা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন