
স্পোর্টস ডেস্কঃ দারুণভাবে সিরিজে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ। কেরালায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংস বড় করতে পারেননি দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তবে ওয়ানডাউনে ব্যাট হাতে ঝড় তোলেন শিভাম দুবে। খেলেন ৩০ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস। এদিন ১৯ রানেই থামেন আগের ম্যাচের নায়ক বিরাট কোহলি। ব্যর্থ হন শ্রেয়াস আয়ার, রবিন্দ্র জাদেজারাও। তবে রিশাভ পন্তের ৩৩ রানের সুবাদে শেষ পর্যন্ত ১৭০ রানের পুঁজি পায় টিম ইন্ডিয়া। জবাব দিতে নেমে, লেন্ডল সিমন্স ও এভিন লুইসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতেই আসে ৭৩ রান। ৪০ রান করে আউট হন লুইস। বেশিক্ষণ টেকেননি হেটমায়ার। তবে দলীয় ১১২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর বাকি পথটা সহজেই পাড়ি দেয় ক্যারিবীয়রা। সিমন্স ৬৭ ও নিকোলাস পুরান করেন ৩৮ রান।