News71.com
 Sports
 04 Jun 16, 12:16 AM
 843           
 0
 04 Jun 16, 12:16 AM

ধর্মীয় অনুশাসন মানতেই ক্রিকেটার ইমরান তাহির ও হাশিম আমলার জার্সিতে থাকছে না বিয়ারের লোগো

ধর্মীয় অনুশাসন মানতেই ক্রিকেটার ইমরান তাহির ও হাশিম আমলার জার্সিতে থাকছে না বিয়ারের লোগো

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বর্তমান ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সদস্য ইমরান তাহির ও হাশিম আমলা। দুজনেই ইসলাম ধর্মাবলম্বী। ধার্মিক হিসেবে সুখ্যাতিও আছে দুই প্রোটিয়া ক্রিকেটারের। ধর্মীয় বিশ্বাস রক্ষা করার ক্ষেত্রে বেশ শক্ত অবস্থানও নিয়েছেন তাহির ও আমলা। ইসলাম ধর্মে মদ্যপান নিষিদ্ধ হওয়ায় তাঁরা জাতীয় দলের জার্সিতে ব্যবহার করছেন না দলের স্পন্সর বিয়ার প্রস্তুতকারক কোম্পানি ক্যাসল ল্যাগারের লোগো।

ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা এখন ওয়েস্ট ইন্ডিজে । আজ শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে প্রোটিয়াদের শিরোপা জয়ের মিশন। এদিকে কয়েক দিন পর শুরু হয়ে যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস। যে মাসে সারা দিন পানাহার থেকে বিরত থাকেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘আমার মনে হয় না পেশাদারি দায়িত্ব ও ধর্মীয় চর্চার মধ্যে ভারসাম্য রাখাটা খুব কঠিন কিছু। সঠিক পথে থাকলে সেটা খুবই সহজ ব্যাপার।’ রমজান মাসে ক্রিকেট ম্যাচের জন্য রোজা রাখতে না পারলেও পরে সেটা পূরণ করে নেন বলে জানিয়েছেন তাহির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন