News71.com
 Sports
 14 Dec 19, 07:53 PM
 679           
 0
 14 Dec 19, 07:53 PM

ঠিক ১০০ বছর পর আবারো অলিম্পিকের আয়োজক প্যারিস॥

ঠিক ১০০ বছর পর আবারো অলিম্পিকের আয়োজক প্যারিস॥

স্পোর্টস ডেস্কঃ ২০২৪ অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিসে। আর এই অলিম্পিকের একটি ইভেন্ট প্যারিস থেকে ১৫ হাজার কিলোমিটার দূরে আয়োজন করতে চায় আয়োজকরা। ১০০ বছর পর আবারো অলিম্পিকের আয়োজক হয়েছে প্যারিস। ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া-যজ্ঞ। সেই আসরে সার্ফিং ইভেন্ট যুক্ত করতে চায় আয়োজকরা। যদিও এখনো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ বিষয়ে অনুমতি দেয়নি। তবে নিজেদের ভাবনার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছে কর্তৃপক্ষরা। প্যারিস থেকে ১৫ হাজার কিলোমিটার দূরে, প্রশান্ত মহাসাগরীয় তাহিতি দ্বীপে আয়োজন করতে চায়। ফ্রেঞ্চ পলিনেশিয়া দ্বীপের তীর তেহিপোতে এই ইভেন্ট আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছে তারা। এই দ্বীপটি ঢেউয়ের জন্য বিখ্যাত। যেখানে সার্ফিং করাটা সার্ফারদের জন্য বেশ রোমাঞ্চের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন