
স্পোর্টস ডেস্কঃ ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপ লিগ। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে এবারের লিগ। নামেও আসছে পরিবর্তন। যেখানে পৃষ্ঠপোষকতা করবে বাফুফে নিজেই। আর, ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপের জন্য প্রস্তুত দলগুলো। শুক্রবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র। এদিকে, এসএ গেমসের বাজে পারফরমেন্সে পার পাচ্ছেন না খেলোয়াড়রা। কারণ খতিয়ে দেখবে বাফুফে। জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। নতুন বছরে নতুন মৌসুম। ২০২০ এ সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ব্যস্ত শিডিউল পার করবে দেশের ফুটবলাঙ্গণ। যার শুরুটা ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপ দিয়ে। এর মাঝেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নশিপ লিগ। তাতে থাকছে চমক। 'মুজিববর্ষ' উপলক্ষে বদলে যাচ্ছে টুর্নামেন্টের নাম। লিগ কমিটির বৈঠক শেষে এসেছে এমন ঘোষণা। বাফুফের নির্বাহী কমিটির সদস্য হারুনুর রশিদ বলেন, প্রতি বছর যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হতো সেটার নাম পরিবর্তন করে আমরা বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ হিসেবে আয়োজন করা হবে।
শুধু নাম বদল নয়। লিগের ফরম্যাটেও আসছে পরিবর্তন। সারাদেশকে ৮টি জোনে ভাগ করে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে খেলা। যেখানে অংশ নিবে ৬৪টি জেলা, বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস টিমগুলো। যা শুরু হবে ১০ জানুয়ারি থেকে। বঙ্গবন্ধুর নামের এ আসরের স্পন্সর করবে বাফুফে। এদিকে, স্বর্ণপদকের স্বপ্ন দেখিয়ে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরেছে ছেলেদের ফুটবল দল। বাজে পারফরমেন্সে দলকে পড়তে হচ্ছে আতসি কাঁচের নিচে। শিগগিরই এমন নাজুক পারফরমেন্সের কারণ খতিয়ে দেখবে বাফুফে। বাফুফের সাধারণ আবু নাঈম সোহাগ বলেন, এখানে কার্যক্রম কী ছিলো, সেই সাথে আমাদের কী করণীয় ছিলো, ফলাফলের বিষয়ে অন্য কোন কিছু রয়েছে কি-না সেটা খতিয়ে দেখা হবে।