News71.com
 Sports
 17 Dec 19, 10:18 AM
 643           
 0
 17 Dec 19, 10:18 AM

বিজয় দিবসে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ।।

বিজয় দিবসে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ।।

স্পোর্টস ডেস্কঃ বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয়ে গেল সাবেক ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ। বাফুফের টার্ফে লাল-সবুজ দুই দলে ভাগ হয়ে অংশ নেন ফুটবলাররা। প্রতিবছর বিজয়ের এই দিনে এমন আয়োজনে অংশ নিতে দারুণ উচ্ছ্বসিত সাবেকরা। তাদের প্রত্যাশা বিজয়ের শপথে বলীয়ান হয়ে আগামী দিনে এগিয়ে যাবে দেশের ফুটবল। বিজয়ের দিনে রঙিন বাফুফের টার্ফ। পুরনোদের মিলনমেলা। চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু দমে যাওয়ার পাত্র নন কেউই। বল নিয়ে ছুটছেন দাপটের সঙ্গে। প্রতিবছরের চেনা দৃশ্য এটি। ১৬ই ডিসেম্বরের রঙিন আভায় নিজেদের রাঙাতে ছুটে আসা এই মাঠে। মুক্তির বারতা নিয়ে একাত্তরে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। স্মৃতির মানসপটে তুলে রাখা সে দিনগুলোকেই স্মরণে রাখতে এ আয়োজন। লাল দল। সবুজ দল। দুই ভাগে মাঠে নামেন সাবেকরা। কায়সার হামিদ, শেখ আসলাম, সাঈদ হাসান কানন, আলফাজ আহমেদের মতো তারকা ফুটবলাররা অংশ নেন এতে। প্রীতি ম্যাচে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। প্রত্যাশা বিজয়ের শপথে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে দেশের ফুটবল। লাল-সবুজের এই প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পায় লাল দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন