
নিউজ ডেস্কঃ বিপিএল এবারের আসরে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলছেন মোস্তফিজ-তাসকিন। দু'টি ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি। দলের এ অবস্থাতেও আশাহত হচ্ছেন না রংপুর রেঞ্জার্স কোচ মার্ক ও’ডোনেল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন শেষে নিজের চিন্তার কথা জানালেন তিনি। মোস্তাফিজের প্রশংসা করে তিনি বলেন, ‘ফিজ একজন দুর্দান্ত বোলার। মানুষের খারপ সময় যেতে পারে। তার দক্ষতা এবং যোগ্যতা সব রয়েছে কিন্তু হয়তো এখন একটু খারাপ সময় কাটাচ্ছে। তাছাড়া ডেথ ওভারে বোলাররা একটু ম্লান হয়ে যায়, যদিনা সে সঠিক জায়গায় বল না করতে পারে। সবসময় দলে একজন ভালো বোলার উইকেট নাও পেতে পারে। ভারতের টপক্লাস ব্যাটসম্যানের বিপক্ষে সে বোলিং করেছে। তার সামর্থ্য রয়েছে।’ ফিজ-তাসকিনের কম্বিনেশন সম্পর্কে তিনি বলেন, ‘তারা দু'জনই ভালো বোলার। ম্যাচে বোলিং করার ক্ষেত্রে বোলারের রিদম ধরে রাখা জরুরি। পাওয়ার প্লেতে দু'জনেই বোলিং করতে সক্ষম। তারা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে। এটা চালিয়ে যেতে পারলে মাঠে ভালো কিছু আশা করা যায়। তবে এটা রাতারাতি সম্ভব নয়। একজন ভালো খেলোয়াড়েরও খারপ সময় যেতে পারে। নাঈমের দিক তাকান। প্রথম ম্যাচে সে চেষ্টা করেছে। আর দ্বিতীয় ম্যাচে সে উইকেটে সেট হয়েছিল। সে বাংলাদেশের ক্রিকেটে একজন ভালো খেলোয়াড়।’ পাওয়ার প্লেতে খেলোয়াড়দের কি করা দরকার তা নিয়ে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা দুটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা খেলেছি। কিন্তু সব বিভাগ সঠিকভাবে নিজেদের কাজটি করতে পরেনি। প্রথম ম্যাচে শেষের তিন ওভার আমরা কিছুই করতে পারিনি এবং পাওয়ার প্লেতে উইকেট হারিয়েছি। তাই জিততে পারিনি। এছাড়া শেষ ম্যাচে আমরা পাওয়ার প্লে পেয়েছিলাম। কিন্তু আমরা শেষ ৪ বা ৫ ওভারে কোথায় যেন হারিয়ে গেছি। তাই এই জায়গায়গুলোতে উন্নতির চেষ্টা করছি।’ এর আগে বিপিএল এ কুমিল্লা ওয়ারিয়র্সে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হারে রংপুর।