News71.com
 Sports
 04 Jun 16, 11:16 AM
 871           
 0
 04 Jun 16, 11:16 AM

কিংবদন্তি বক্সিং তারকা মোহাম্মদ আলী আর নেই..

কিংবদন্তি বক্সিং তারকা মোহাম্মদ আলী আর নেই..

স্পোর্টস ডেস্ক: অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। হাসপাতালে যাওয়া-আসাটা পরিণত হয়েছিল নিয়মিত অভ্যাসেই । বক্সিং তারকা ৩২ বছর ধরে ভুগছিলেন পারকিনসন রোগে। শেষ পর্যন্ত পৃথিবীর মায়া কাটালেন মোহাম্মদ আলী। ৭৪ বছর বয়সে মারা গেছেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী।

পেশাদার হেভিওয়েট বক্সিংয়ে তাঁর অনন্যসব কীর্তি তাঁকে পরিণত করেছিল সর্বকালের অন্যতম সেরা বক্সিং তারকায়। তিন বারের হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ১৯৬০ সালে জিতেছিলেন অলিম্পিক সোনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন