
স্পোর্টস ডেস্কঃশিরোপা জয়ের চেয়ে ধরে রাখাটাই বেশি কঠিন। নির্মম এই প্রবাদটা ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বেই টের পাওয়ার কথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল যে মৃত্যুকূপে পড়েছে! ডেথ গ্রুপে তাদের সঙ্গী হয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি!‘এফ’ গ্রুপের আরেক দল প্লে-অফের গণ্ডি পেরিয়ে তিন চ্যাম্পিয়নের সঙ্গে যোগ দেবে। শনিবার রাতে বেরসিক ড্র একই গ্রুপে ফেলে দিয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও সাবেক চ্যাম্পিয়ন জার্মানিকে। কাল রাতে রোমানিয়ার বুখারেস্টে উদ্বেগ-উৎকণ্ঠার এই ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আগামী বছরের জুনে শুরু হবে ইউরোপের বিশ্বকাপ খ্যাত ইউরো চ্যাম্পিয়নশিপের ১৬তম আসর। ২৪ দলের প্রতিযোগিতার শেষ হবে ১২ জুলাই ওয়েম্বলি স্টেডিয়ামের শিরোপা লড়াইয়ের মাধ্যমে।সদ্য সমাপ্ত নভেম্বর মাসে শেষ হয়েছে দুই বছরব্যাপী ইউরো ২০২০ টুর্নামেন্টের বাছাইপর্ব। যেখানে চূড়ান্ত হয়েছে কুড়িটি দল। বাকি চারটি দল আসবে প্লে-অফ পর্বের ম্যাচ খেলে। আগামী বছরের মার্চে প্লে-অফ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ইউরো ২০২০ গ্রুপিং:
‘এ’ গ্রুপ: ইতালি, তুরস্ক, সুইজারল্যান্ড, ওয়েলস
‘বি’ গ্রুপ: ফিনল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, রাশিয়া
‘সি’ গ্রুপ: অস্ট্রিয়া, ইউক্রেন, নেদারল্যান্ডস, প্লে-অফ ডি জয়ী
‘ডি’ গ্রুপ: ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ সি জয়ী
‘ই’ গ্রুপ: সুইডেন, পোল্যান্ড, স্পেন, প্লে-অফ বি জয়ী
‘এফ’ গ্রুপ: জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, প্লে-অফ এ জয়ী