News71.com
 Sports
 21 Dec 19, 06:41 PM
 608           
 0
 21 Dec 19, 06:41 PM

আর্সেনালের নতুন কোচ মিকেল আর্তেতা।।

আর্সেনালের নতুন কোচ মিকেল আর্তেতা।।

 স্পোর্টস ডেস্কঃ আর্সেনালের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির সাবেক মিডফিল্ডার মিকেল আর্তেতা। আপাতত দুই মৌসুমের জন্য গানারদের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়েছেন ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ। উনাই এমেরির বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছিলেন ক্লাবের আরেক সাবেক মিডফিল্ডার ফ্রেডি ইয়ুনবারি। তার অধীনেও সাফল্যের দেখা মেলেনি। তাই এবার দায়িত্ব দেয়া হয়েছে আর্তেতাকে। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে আর্তেতার। গত দুই মৌসুমে সিটির চ্যাম্পিয়ন দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এই স্প্যানিয়ার্ড। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত আর্সেনালের হয়ে ১৪৯টি ম্যাচ খেলেছেন আর্তেতা। এর আগে গত নভেম্বরে চাকরি হারান এমেরি। আর্সেন ওয়েঙ্গারের উত্তরসূরি হিসেবে ২০১৮ সালের মে মাসে দায়িত্ব নিয়েছিলেন এই ফরাসি কোচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন