স্পোর্টস ডেস্ক: স্বাগতিক যুক্তরাষ্ট্রের হার দিয়ে শুরু হলো কোপা আমেরিকার শতাব্দী বরণ উৎসবের টুর্নামেন্ট। রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেজ গোল করেছেন। ক্রিস্তিয়ান জাপাতা শুরুতে এগিয়ে দিয়েছিলেন দলকে। তাতে কলম্বিয়া ২-০ গোলের জয় নিয়ে কোপা আমেরিকা কাপে শুভ সূচনা করেছে।
কোপার বিশেষ আসর এটি। তাই যুক্তরাষ্ট্রে বসেছে টুর্নামেন্ট। শুরুটাও হলো দারুণ। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে প্রায় ৬৮ হাজার দর্শক উপস্থিত হয়েছিল। এর বড় অংশ এসেছিল যুক্তরাষ্ট্রের জয় দেখতে। ১৯৯৪ বিশ্বকাপে এই প্রতিপক্ষের বিপক্ষে বিখ্যাত এক জয় আছে মার্কিনিদের। কিন্তু কোচ ইউর্গেন ক্লিন্সমানের দল ২০১৪ বিশ্বকাপের তেজটাও দেখাতে পারেনি। তা খেলা শুর হলো তাদের হারে।
প্রথমার্ধেই ম্যাচ চলে যায় কলম্বিয়ার নিয়ন্ত্রণে। আট মিনিটের সময়ই গোলের দেখা পেয়ে যায় তারা। মার্কিংয়ের ভুলে এসি মিলানের জাপাতা লক্ষ্যভেদ করে ফেলেন। কর্নার থেকে উড়ে আসা বল দেখতেই রয়ে গেছেন ডিফেন্ডার জেফ ক্যামেরন। জাপাতা গোল করে আনন্দে ভাসিয়েছেন দলকে।
মার্কিনিরা ভালো কিছুর সম্ভাবনা তৈরি করতে পারছিল না। এগিয়ে যাওয়া কলম্বিয়ার মাঝ মাঠ ও আক্রমণ ভাগের চাপে ঝামেলায় ছিল স্বাগতিকরা। ৩৬ মিনিটে অবশ্য ইউএসএ একটা সুযোগ পায়। ক্লিন্ট ডিম্পসে চমৎকার শট নিলেও তা রুখেছেন গোলকিপার দাভিদ ওসপিনা।
এরপরই আবার বিপদে মার্কিনিরা। এবার ফারিদ দিয়াজের ক্রস বিপজ্জনক এলাকায় হাত দিয়ে ঠেকানোর অভিযোগ ইয়েডলিনের বিরুদ্ধে। স্বাগতিক খেলোয়াড়রা প্রতিবাদ করেন। ততক্ষণে স্পট কিক নেওয়ার নির্দেশ দিয়েছেন রেফারি। রদ্রিগেজ এই সুযোগ লুফে নিয়েছেন এবং গোল করেছেন । পরে আর খেলায় ফেরা হয়নি যুক্তরাষ্ট্রের।