News71.com
 Sports
 26 Dec 19, 09:55 AM
 686           
 0
 26 Dec 19, 09:55 AM

ফেডারেশন কাপ ফুটবল॥ আজ লড়বে আরামবাগ-ঢাকা আবাহনী

ফেডারেশন কাপ ফুটবল॥ আজ লড়বে আরামবাগ-ঢাকা আবাহনী

স্পোর্টস ডেস্কঃ ফেডারেশন কাপে একদিনের বিরতির পরে বৃহস্পতিবার রয়েছে একটাই ম্যাচ। বিকেল চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে আরামবাগ-ঢাকা আবাহনী। নিজেদের প্রথম ম্যাচে নবাগত পুলিশ এফসির বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। আছে এ গ্রুপের টপে। আরামবাগকে হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দলটি। অন্যদিকে, পুলিশ এফসি’র সঙ্গে হার দিয়ে মিশন শুরু করা আরামবাগ আছে গ্রুপের নিচে। এই ম্যাচে পুরো তিন পয়েন্টে চোখ তাদেরও। এদিকে ফেডারেশন কাপের মাঝপথে বড় ঝামেলায় পড়েছে ঢাকা আবাহানী। ডিফেন্ডার রায়হান হাসান, মিডফিল্ডার সোহেল রানা ও মোহাম্মদ সোহেল হাইকোর্টের পরবর্তী নির্দেশের আগে খেলতে পারবেন না ক্লাবের হয়। তাই গ্রুপের শেষ ম্যাচে আরামবাগের মোকাবেলার আগে ওই তিনজনকে ছাড়াই প্রস্তুতি সারছে আবাহনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন