
স্পোর্টস ডেস্কঃ মৌসুম শুরুর আগের প্র্যাকটিস ম্যাচও অত সহজ হয় না। গতকাল এমন সহজ ম্যাচ পেয়ে দুর্বল আরামবাগকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। তারা আসলে এতটাই দুর্বল যে সানডে-নাবিব-মামুনরা গোলমুখে হানা দিয়ে প্রতিবারই লক্ষ্যভেদ করে ফিরেছেন। সুবাদে টানা দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে গতবারের চ্যাম্পিয়নরা।গোল এমন হাতের মোয়া হবে, সেটা বোধ হয় আবাহনী কোচও ভাবেননি। ম্যাচের প্রথমার্ধ শেষে এত বড় জয়ের পূর্বাভাসও আঁচ করা যায়নি। কারণ ৯ মিনিটে করা সানডের একমাত্র গোলই ছিল আকাশি-নীলের সম্বল। জুয়েল রানার শট রক্ষণ ফিরিয়ে দিলে তাতে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড। ওইটুকু পর্যন্ত আরামবাগ খারাপ খেলেনি।
পরাশক্তির বিপক্ষে তাদের যেভাবে খেলার কথা তারা সেভাবে খেলেছে, রক্ষণ আগলে মাঝেমধ্যে কাউন্টারে উঠেছিল। সেই কৌশল বদলে বিরতির পর তারা উচ্চাভিলাষী হতে গিয়েই কপাল পুড়িয়েছে। মাঝমাঠে উঠে খেলতে গিয়ে তারা অনেক ফাঁকা জায়গা দিয়ে দেয় প্রতিপক্ষকে। এই সুযোগ আকাশি-নীলের গোলবন্যায় ভেসে যায় আরামবাগ ক্রীড়া সংঘ।ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আত্মসমর্পণ করেন আরামবাগ কোচ শেখ জাহিদুর রহমান। তিনি বলেন, ‘শেষ মুহূর্তে আমাদের এই দল গঠন করা হয়েছে। যাদের পেয়েছি তাদের নিয়েই দল তৈরি করা হয়েছে। ক্লাবের নামটা টিকিয়ে রাখার জন্য আমরা অংশগ্রহণ করছি। পাঁচ দিনের প্র্যাকটিসে এর চেয়ে ভালো খেলা যায় না। আরো কিছুদিন সময় পেলে নিশ্চয়ই রক্ষণের বোঝাপড়া এত খারাপ হতো না।’