News71.com
 Sports
 27 Dec 19, 08:41 PM
 703           
 0
 27 Dec 19, 08:41 PM

ফুটবল॥মেসিকে টপকিয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বছর শেষ করলেন লিওয়ানোদোস্কি

ফুটবল॥মেসিকে টপকিয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বছর শেষ করলেন লিওয়ানোদোস্কি

স্পোর্টস ডেস্কঃ ২০১৯ সালে বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বছর শেষ করার কৃতিত্ব দেখিয়েছেন রবার্ট লিওয়ানোদোস্কি। বায়ার্ন মিউনিখের এই পোলিশ স্ট্রাইকার ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫৮ ম্যাচে করেছেন ৫৪টি গোল। গত এক দশক যাবত এই তালিকায় আধিপত্য ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন তাদের ধার কমে যাচ্ছে। তাই এবার লাইমলাইটে চলে এলেন লিওয়ানোদোস্কি।মেসি-রোনালদোর স্বর্ণযুগের মাঝে শুধুমাত্র ২০০৯ সালে এডিন জেকো ও ২০১৭ সালে হ্যারি কেন সর্বোচ্চ গোলদাতার শীর্ষস্থানটি দখল করেছিলেন। চলতি বছর ৫৮ ম্যাচে মেসি ৫০টি গোল করলেও কোপা আমেরিকায় লাল কার্ডের কারনে নিষিদ্ধ হবার পর আর্জেন্টিনার হয়ে চারটি ম্যাচ খেলতে পারেননি। প্যারিস সেইন্ট-জার্মেই ও ফ্রান্সের হয়ে ৪৯ ম্যাচে ৪৪ গোল করার পর তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে।ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ডের হয়ে ৪১ গোল করে সর্বোচ্চ গোলদাতার চতুর্থ স্থানটি দখল করেছেন রাহিম স্টার্লিং। যদিও বছর শেষ হবার আগে এই সংখ্যা বাড়ানোর সুযোগ আছে তার সামনে। ইউরোপের বাইরে গুয়াংজু আর এন্ড এফ ও ইসরাইলের হয়ে এরান জাহাভি করেছেন ৪০ গোল। এছাড়া মেজর লিগ সকার ক্লাব এলএএফসির হয়ে ৩৮ গোল করে শীর্ষ ১০ এর মধ্যে জায়গা করে নিয়েছেন মেক্সিকান উইঙ্গার কার্লোস ভেলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন