News71.com
 Sports
 30 Dec 19, 11:49 AM
 650           
 0
 30 Dec 19, 11:49 AM

ধর্ষণের অভিযোগে ব্রাজিলিয়ান সুপারষ্টার রবিনহোর ৯ বছর জেল॥

ধর্ষণের অভিযোগে ব্রাজিলিয়ান সুপারষ্টার রবিনহোর ৯ বছর জেল॥

স্পোর্টস ডেস্কঃ ব্রাজিল সমর্থকদের জন্য খবরটা বড় ধাক্কার মতোই বটে। কেননা, ধর্ষণের দায়ে ৯ বছর জেলের সাজা শুনেছেন সাবেক ব্রাজিল সুপারস্টার রবিনহো! ২০১৩ সালে আলবেলিয় এক নারীকে গণধর্ষণের অভিযোগে এই শাস্তি হয়েছে তার। যদিও এই ঘটনায় আদালত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। এই শাস্তির বিরুদ্ধে দুটি আপিলের সুযোগ আছে রবিনহোর। তবে ব্রাজিলে অবস্থান করায় তাকে গ্রেপ্তার হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানা গেছে। ব্রাজিলের আইন অনুযায়ী, অন্য কোনও দেশ বিচারের জন্য কোনও ব্রাজিলিয়ানকে নিয়ে যেতে পারে না। ফলে রবিনহো যদি ব্রাজিলের বাইরে যায়, তখনই শুধু গ্রেপ্তার হবেন।

জানা গেছে, ২০১৩ সালে এক ডিসকো বারে এক আলবেনিয়ান নারীকে মদ খাইয়ে রবিনহো এবং ৫ ব্রাজিলিইয়ান মিলে গণধর্ষণ করেন। সেই নির্যাতিতা নারী এরপর আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রবিনহো ইতালিতে না ফিরলেও মামলা চালিয়ে গেছেন মিলানের আদালত। তবে রবিনহোর বাকি পাঁচ সঙ্গীর ব্যাপারে এখনও কোনও তথ্য না পাওয়ায় তাদের বিচার কাজ শুরু করা সম্ভব হয়নি। এদিকে, সাজা ঘোষণার পাশাপাশি মিলানের আদালত ভুক্তভোগীকে ৬০ হাজার ইউরো দেয়ারও নির্দেশ দিয়েছেন। যদিও মামলা চলাকালীন আদালতে কখনওই হাজির হননি রবিনহো। তবে আইনজীবীদের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। এবার শাস্তি ঘোষণার পর ইনস্টাগ্রামে নিজেকে আবার নির্দোষ দাবি করেছেন ব্রাজিল সুপারস্টার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন