News71.com
 Sports
 30 Dec 19, 11:51 AM
 844           
 0
 30 Dec 19, 11:51 AM

ফুটবল॥ শিরোপার দৌড়ে আরো একধাপ এগিয়ে গেলো লিভারপুল

ফুটবল॥ শিরোপার দৌড়ে আরো একধাপ এগিয়ে গেলো লিভারপুল

স্পোর্টস ডেস্কঃ শিরোপার দৌড়ে আরো একধাপ এগিয়ে গেলো লিভারপুল। বছরের শেষ ম্যাচে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে তারা। জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে তাদের জয় ২-০ গোলে।এনফিল্ডে এদিন অবশ্য অলরেডদের কঠিন পরীক্ষাই নেয় উলভারহ্যাম্পটন। ম্যাচে একাধিকবার এগিয়ে যাবার সুযোগও পেয়েছিলো তারা। ম্যাচের ৪২ মিনিটে স্বাগতিক দর্শকদের আনন্দের উপলক্ষ্য এনে দেন সাদিও মানে। লালানার সাথে বোঝাপড়ায় স্কোর শিটে নাম তোলেন তিনি।এরপর অবশ্য প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচে সমতাও ফেরায় সফরকারীরা। তবে পেদ্রো নেতোর সেই গোল ভিডিও এসিস্ট্যান্ট রেফারি বাতিল করলে হতাশ হতে হয় উলভারহ্যাম্পটনকে। আর প্রথমার্ধেই ঐ এক গোলের লিড পুরো ম্যাচে ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।এই জয়ের ফলে ১৯ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট অলরেডদের। দুইয়ে থাকা লেস্টার সিটির চেয়ে এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট এগিয়ে লিভারপুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন