
স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেবল হোল্ডারকে ছাড়া গত মাসে ভারতের বিপক্ষে যে স্কোয়াড ছিল সেই একই স্কোয়াড নিয়েই আইরিশদের মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা। টিম ইন্ডিয়ার বিপক্ষে সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিলে উইন্ডিজ। অবশ্য প্রথম দুই ম্যাচে না থাকলেও তৃতীয় ম্যাচে ১৫তম সদস্য হিসেবে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে থাকবেন হোল্ডার। ঘরের মাটিতে আইরিশদের বিপক্ষে ক্যারিবিয়ানরা প্রথম ওয়ানডে খেলবে ০৭ জানুয়ারি, বার্বাডোসে। ওয়ানডে ছাড়াও দু’দল তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), সুনীল আমব্রিস, রোস্টন চেজ, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজেরি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কিমো পল, খ্যারি পিয়েরে, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।