News71.com
 Sports
 04 Jan 20, 07:40 PM
 622           
 0
 04 Jan 20, 07:40 PM

মাত্র ২৩ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিলেন ফরাসি ফুটবলার নাথায়েল জুলান॥

মাত্র ২৩ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিলেন ফরাসি ফুটবলার নাথায়েল জুলান॥

স্পোর্টস ডেস্কঃ কেবলই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন নাথায়েল জুলান। কিন্তু মাত্র ২৩ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ফরাসি স্ট্রাইকার। ফরাসি লিগ ‘টু’র দল গেঁগার এই তরুণ তারকাকে কেড়ে নিয়েছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শুক্রবার (৩ জানুয়ারি) দলের অনুশীলন শেষে নিজের গাড়ি চালিয়ে ফিরছিলেন জুলান। কিন্তু সেঁত ব্রিয়েক শহরের কাছে পর্দিচের পথে দুর্ঘটনার শিকার হলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গেঁগা। লিগ ওয়ানের দল লে হাভ্রে’র হয়ে ক্যারিয়ার শুরু করা জুলান ২০১৮ সালে গেঁগাতে যোগ দিয়ে ক্লাবের সিনিয়র দলের হয়ে ১১টি ম্যাচে মাঠে নেমেছিলেন। বর্তমানে শীতকালীন বিরতিতে আছে গেঁগা। তবে মৌসুমের বাকি অর্ধ শুরুর আগে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল দলটির। কিন্তু জুলেনের মৃত্যুতে শোকাহত গেঁগা শনিবারের (৪ জানুয়ারি) পূর্বনির্ধারিত ম্যাচটি বাতিল করে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন