News71.com
 Sports
 05 Jan 20, 11:06 AM
 621           
 0
 05 Jan 20, 11:06 AM

ক্রিকেট॥ আগামীকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা

ক্রিকেট॥ আগামীকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। গুয়াহাটিতে দু'দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রোববার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টায়। বছরের প্রথম টি-টোয়েন্টি সিরিজে নামার আগে দারুণ ছন্দে টিম ইন্ডিয়া। আগের ২টি সিরিজ ভারত জিতেছে ২-১ ব্যবধানে। এই সিরিজে ওপেনার রোহিত শর্মা না থাকায় শিখর দাওয়ানের সাথে ওপেনিংয়ে দেখা যাবে লোকেশ রাহুলকে। তাছাড়া দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। উইকেটের পেছনে দেখা যাবে রিশাব প্যান্টকে। বোলিং আক্রমণে যুক্ত হতে পারে ইনজুরি কাটিয়ে আসা জাসপ্রিত বোমরাহ। তাছাড়া চাহেল, জাদেজা, ওয়াশিনটন সুন্দরা রয়েছেন ফর্মে। অন্যদিকে, অনেকটা ব্যাকফুটে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যই হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। ছন্দে থাকা আভিস্কা ফার্ন্দান্দো, গুনাথিলাকার সাথে লাসিথ মালিঙ্কারা জ্বলে উঠতে পারলে কঠিন পরীক্ষায় পড়তে হবে ভারতকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন