News71.com
 Sports
 05 Jan 20, 11:55 AM
 606           
 0
 05 Jan 20, 11:55 AM

বিপিএল নিয়ে রমরমা বাজি॥ কুড়িগ্রামে আটক ৮৯

বিপিএল নিয়ে রমরমা বাজি॥ কুড়িগ্রামে আটক ৮৯

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০২০ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কুড়িগ্রামের তিন উপজেলার বিভিন্ন স্থান থেকে ৮৯ জনকে আটক করেছে ডিবি ও থানা পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বিপিএল ক্রিকেটের আসর ঘিরে বাজি খেলা চলছিল এ খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় কুড়িগ্রাম সদর থানার কাঁঠালবাড়ি বাজার থেকে ১৮ জন এবং মোগলবাছায় ১০ জন, নাগেশ্বরী থানার মনিয়ার হাট, চান্দের হাট ও দীঘির পাড়ে ৯ জন, উলিপুর থানার ধামশ্রেণি ইউনিয়নের ইন্দ্রারপাড় থেকে ৭ জন, হাতিয়ার চৌমোহনী বাজার থেকে ৪ জন, পৌর এলাকার কাজির চর থেকে ২২ জনকে আটক করে থানা পুলিশ। এছাড়াও উলিপুরের ময়না বাজার থেকে ১৯ জনকে আটক করে ডিবি পুলিশ।কুড়িগ্রাম অতিরিক্তি পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, আটককৃতদের মামলার পর কোর্টে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন