News71.com
 Sports
 05 Jan 20, 12:21 PM
 630           
 0
 05 Jan 20, 12:21 PM

দেশের প্রতিভাবান খেলোয়াড়দের বের করে আনতে মাঠে নেমেছে বিকেএসপি॥

দেশের প্রতিভাবান খেলোয়াড়দের বের করে আনতে মাঠে নেমেছে বিকেএসপি॥

স্পোর্টস ডেস্কঃ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে বাছাই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি। প্রথমবারের মতো এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে। উত্তরবঙ্গের এই জেলায় এমন কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। খুদে খেলোয়াড় ও তাদের অভিভাবকরা বেশ আশাবাদী, বিকেএসপির এমন কার্যক্রমে। দেশের ক্রীড়াঙ্গনে বড় ভূমিকা বিকেএসপির। দেশের একমাত্র প্রতিষ্ঠান যেটি খেলোয়াড়দের পাঠদানের পাশাপাশি দিচ্ছে ক্রীড়ার দীক্ষা। ফলে বিভিন্ন ডিসিপ্লিনের সিংহভাগ খেলোয়াড়ই আসে এই বিকেএসপি থেকে। তবে রাজধানী কেন্দ্রিক হওয়ায় সাধারণত প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রা সুযোগ পান না এই প্রতিষ্ঠানে। এবার তাই এগিয়ে এসেছে স্বয়ং বিকেএসপি। উত্তরবঙ্গের শহর দিনাজপুরে প্রথমবারের মতো আয়োজন করেছে বাছাইপর্ব। বাছাইকৃত খেলোয়াড়দের দেয়া হবে উন্নতমানের প্রশিক্ষণ। আর তাই বিকেএসপির এমন আয়োজনে বেশ উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। বাছাইপর্বে আসা এক কিশোরী বলেন, আমার ইচ্ছা একজন ভালো ক্রিকেটার হওয়া। আমার স্বপ্ন যেনো আমি পূরণ করতে পারি। প্রবল ইচ্ছা সত্বেও অর্থ কিংবা সময়ের অভাবে অনেকেই সন্তানদের দিতে পারেননা রাজধানীর এই প্রতিষ্ঠানে। এমন সুযোগ মেলায় তাই আশাবাদী হয়ে উঠছেন অভিভাবকরাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন