News71.com
 Sports
 06 Jan 20, 12:59 PM
 657           
 0
 06 Jan 20, 12:59 PM

ফুটবল॥বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নিবে ৬ দল

ফুটবল॥বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নিবে ৬ দল

স্পোর্টস ডেস্কঃ চূড়ান্ত হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ছয় দল। স্বাগতিক বাংলাদেশ সহ ফিলিস্তিন আর শ্রীলঙ্কার আছে আসরে খেলার পূর্ব অভিজ্ঞতা। বাকি তিন দল মরিশাস, বুরুন্দি আর সেইশেলস একেবারেই নতুন। এদিন করা হয়েছে গোল্ডকাপের গ্রুপিং। শক্তিশালী ফিলিস্তিন আর শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশ আছে গ্রুপ এ তে। এদিকে, গেল দুই আসর ভালো না করলেও এবার স্বাগতিকরা ফাইনাল খেলবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। ' জমকালো আয়োজনে করা হলো বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র অনুষ্ঠান। কয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর! এমন শঙ্কা ছিলো যেখানে, সেখানে ঠিকঠাক ভাবে সব হয়ে গেছে এটাই স্বস্তির খবর। তবে প্রশ্ন থেকে যায় অংশ নেয়া দলগুলো নিয়ে? এবারই প্রথম আফ্রিকা থেকে অংশ নিচ্ছে তিন দেশ। বুরুন্দি, মরিশাস আর সেইশেলস লটারি ভাগ্যে ঠাই করে নিয়েছে গ্রুপ বি তে। ফিলিস্তিন আর শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশ আছে গ্রুপ এ তে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আমাদের অনেক বেশি দল ছিলো কিন্তু আমার প্ল্যান করতে পারছিলাম না, কোন দলকে নিবো-নিবো না। এই দলগুলোতে ফিফার কনট্রিবিউশন আছে। এই প্রথম এশিয়ার বাইরে থেকে দল আসছে আফ্রিকা থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন