News71.com
 Sports
 05 Jun 16, 12:28 PM
 849           
 0
 05 Jun 16, 12:28 PM

ফরাসি ওপেনের নতুন রানি মুগুরেজা।।

ফরাসি ওপেনের নতুন রানি মুগুরেজা।।

নিউজ ডেস্কঃ শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে দিয়ে প্রথমবারের মত মহিলাদের সিঙ্গলসে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন মুগুরেজা৷ প্রতিযোগিতার ফাইনালে নিজেকে অনবদ্যভাবে মেলে ধরে সরাসরি ৭-৫ ও ৬-৪ গেমে হারিয়ে দিয়ে এই খেতাব জিতলেন স্পেনের তারকাটি৷

এই প্রথমবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন৷ এতে গোটা স্পেনেই উত্তেজনা বিরাজ করছে। তিনি বলেন, ‘ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়ে স্বপ্নের মতো লাগছে৷ সেরেনার মতো প্রতিদ্বন্দ্বীকে হারানো খুবই কঠিন৷ কিন্তু এই কাজটা করতে পেরে খুব ভালো লাগছে৷’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন