News71.com
 Sports
 19 Jan 20, 11:34 AM
 609           
 0
 19 Jan 20, 11:34 AM

ফুটবল॥ লিভারপুল-ম্যানচেস্টার মাঠে নামবে আজ

ফুটবল॥ লিভারপুল-ম্যানচেস্টার মাঠে নামবে আজ

স্পোর্টস ডেস্কঃ নর্থ ওয়েস্ট ডার্বি নিয়ে হাজির দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। পুরানো দুই প্রতিদ্বন্দ্বীর এ লড়াই নিয়ে রোমাঞ্চিত ফুটবল প্রেমীরাও। নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখতে চায় লিভারপুল। অন্যদিকে মর্যাদার ম্যাচে জয় দিয়ে অলরেডদের থামাতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে রোববার রাত সাড়ে ১০টায়। আরেক ম্যাচে রাত আটটায় লেস্টার সিটির প্রতিপক্ষ বার্নলি। ইংলিশ ফুটবলের অন্যতম সফল দুই ক্লাবের দ্বৈরথ। নির্ঘুম রাত কাটাবার মঞ্চ নর্থ ওয়েস্ট ডার্বি। আলো ছড়াতে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। দু'দল মিলে এখন পর্যন্ত ঘরে তুলেছে ৩৮টি লিগ শিরোপা। ইউইটেডের ২০টি আর লিভারপুলের ১৮। তবে ইউরোপ সেরায় লিভারপুলের ৬ শিরোপার বিপরীতে ইউনাইটেডের শ্রেষ্ঠত্ব তিনবার। তাই যে কোন প্রতিযোগিতায় এই দুই দলের লড়াই মানেই ভিন্ন কিছু। দু'দলের এই দ্বৈরথের শুরু সেই ২৮ এপ্রিল ১৮৯৪। শেষ দেখা ২০ অক্টোবর ২০১৯। লম্বা সময়ে দু'দল মুখোমুখি হয়েছে ২০৩টি ম্যাচে। প্রতিটি ম্যাচেই ফলাফল যাই হোক না কেন পড়তে পড়তে ছড়িয়ে ছিলো রোমাঞ্চ। সময়ের স্রোতে সে লড়াইয়ের তেজ কমেনি এতটুকু। বরং বেড়েছে। তাইতো বছরের শুরুতেই উত্তাপ ছড়াচ্ছে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড দ্বৈরথ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন