
স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে আক্রান্তদের পাশে এসে দাঁড়ালেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার ও ক্যারিবীয়ান সাবেক পেসার কোটনি ওয়ালশ। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিশেষ চ্যারিটি ম্যাচে অংশ নেবেন এই দু'জন।আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি। যেখানে খেলবেন জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গ্রিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়ার্নের মতো তারকা'রা। আর তাদের সাথে সাথে দেখা যাবে মাস্টার ব্লাস্টার শচিনকেও। তবে কোন খেলোয়াড় হিসেবে নয়, শচীন মাঠে থাকবেন কোচের ভূমিকায়। পন্টিংয়ের দলের কোচ হবেন তিনি। ম্যাচের পোষাকি নাম হবে বুশ ফায়ার ম্যাচ। যেখান থেকে প্রাপ্ত সকল অর্থ যাবে আগুনে ক্ষতগ্রস্তদের ত্রাণ তহবিলে। এছাড়া এ ম্যাচে কোচের ভূমিকায় থাকার ব্যাপারে সম্মতি জ্ঞাপণ করেছেন ওয়েলশ-ও। তার তত্ত্বাবধায়নে খেলবে ওয়ার্নারের দল।